রানু মণ্ডল কে কম বেশি সবারই চেনার কথা। যে রানু মণ্ডল রানাঘাটের প্ল্যাটফর্মে গান গেয়ে ঘুরে বেড়ানো সেই রানু মণ্ডলের নামে এবার পূজার বাজারে এসেছে নানা ডিজাইনের শাড়ি। এখন পূজায় বাজার মাতাচ্ছে এই রানু শাড়ি। এই পূজায় ভারতের পশ্চিমবঙ্গে কেনাকাটাও বলতে গেলে শুরু হয়ে গেছে। পূজার সময়টা সবাই একটু নিজেকে আলাদাভাবে সাজতে চান। আর পূজায় শাড়িতে ভিন্নতা আনতে বাজারে আনা হয়েছে রানু শাড়ি। ইতোমধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই শাড়ি।
ইন্টারনেটে ভিডিও ভাইরাল হওয়ার পর সম্প্রতি হিমেশ রেশমিয়ার পরিচালনায় সিনেমায় গান গেয়েছেন রানাঘাটের এই রানু মণ্ডল। গানের সেই ভিডিওতে ইন্টারনেটে দেখা যাচ্ছে, বিভিন্ন রঙের সিল্ক শাড়ি পরেছিলেন রানু। এই কারণে সেই শাড়িই পূজার আগে বিভিন্ন দোকানে 'রানু' শাড়ি নামে বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গের তেহট্ট বাজার এলাকার বিক্রেতারা জানান, গানের রেকর্ডিংয়ের জন্য মুম্বাই গিয়ে রানু মণ্ডল তুষার সিল্ক নামের এক ধরনের শাড়ি পড়েছিলেন। সেখান থেকেই ওই শাড়ি জনপ্রিয়তার সূচনা ঘটে।
তেহট্ট বাজারের ক্ষীরোদা বস্ত্রালয়ের মালিক চঞ্চল মজুমদারেও জানান, তুষার সিল্ক শাড়ি আগে খুব কম বিক্রি হতো। এখন রানু সিল্ক নাম দেওয়ায় প্রচুর পরিমাণের বিক্রি হচ্ছে। চঞ্চল আরও বলেন, আগের বছরও আমরা এই শাড়ি তুলেছিলাম। কিন্তু এ বছরের মতো এত বিক্রি আগের বছর হয়নি।
তেহট্ট বাজারের ক্ষীরোদা বস্ত্রালয়ের মালিক চঞ্চল মজুমদারেও জানান, তুষার সিল্ক শাড়ি আগে খুব কম বিক্রি হতো। এখন রানু সিল্ক নাম দেওয়ায় প্রচুর পরিমাণের বিক্রি হচ্ছে। চঞ্চল আরও বলেন, আগের বছরও আমরা এই শাড়ি তুলেছিলাম। কিন্তু এ বছরের মতো এত বিক্রি আগের বছর হয়নি।
তেহট্টের বাজারে শাড়ির ক্রেতা মীরা হালদার বলেন, প্রত্যেক বছরই পূজায় কোনো না কোনো নতুন নামের শাড়ি দেখা যায়। এ বার চলছে রানু শাড়ি। শুনেছি, টেলিভিশনের কোনো অনুষ্ঠানে নাকি তিনি ওই শাড়ি পরেছিলেন। তেহট্ট বাজারের ক্ষীরোদা বস্ত্রালয়ের মালিক চঞ্চল মজুমদার বলেন, তুষার সিল্ক শাড়ি মানুষ হাতে নিয়ে দেখতেন। তবে খুব কম বিক্রি হতো। এখন রানু সিল্ক নাম দেওয়ায় অনেক বিক্রি হচ্ছে।
চঞ্চল বলেন, আগের বছরও আমরা এই শাড়ি তুলেছিলাম। কিন্তু এ বছরের মতো বিক্রি আগের বছর হয়নি। তেহট্টের বাজারে শাড়ির ক্রেতা মীরা হালদার বলেন, প্রত্যেক বছরই পূজায় কোনো না কোনো নতুন নামের শাড়ি দেখা যায়। বছর দুয়েক আগে 'বাহা' শাড়ি উঠেছিল। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’র নায়িকা বাহা ধারাবাহিকে ওই শাড়ি পরতেন। এ বার চলছে রানু শাড়ি। শুনেছি, টেলিভিশনের কোনো অনুষ্ঠানে নাকি তিনি ওই শাড়ি পরেছিলেন।
চঞ্চল বলেন, আগের বছরও আমরা এই শাড়ি তুলেছিলাম। কিন্তু এ বছরের মতো বিক্রি আগের বছর হয়নি। তেহট্টের বাজারে শাড়ির ক্রেতা মীরা হালদার বলেন, প্রত্যেক বছরই পূজায় কোনো না কোনো নতুন নামের শাড়ি দেখা যায়। বছর দুয়েক আগে 'বাহা' শাড়ি উঠেছিল। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’র নায়িকা বাহা ধারাবাহিকে ওই শাড়ি পরতেন। এ বার চলছে রানু শাড়ি। শুনেছি, টেলিভিশনের কোনো অনুষ্ঠানে নাকি তিনি ওই শাড়ি পরেছিলেন।
আরেক শাড়ি-ব্যবসায়ী প্রকাশ কুণ্ডু বলেন, একটু অন্য রকম কাজ থাকলেই হলো। এই সময়ে সাধারণ থেকে অতি সাধারণ শাড়িও ‘ফ্যাশন ট্রেন্ড’-এর নামে নতুন নাম পেয়ে যায়। সিরিয়ালের নামের শাড়ির বেশ ভাল চাহিদা রয়েছে। তবে সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে রানু শাড়িই।
আরো পড়ুন–
☞ আজ অভিনেত্রী জয়া আহসানের ৪৭ তম জন্মদিন
☞ উত্তরার বৃদ্ধাশ্রমে গিয়ে কেঁদে ফেললেন চিত্রনায়িকা পূর্ণিমা
☞ ছেলে ধরা ভেবে প্রকাশ্য গণপিটুনিতে এক মা এর মৃত্যু
☞ শিশু রোকেয়ার জ্ঞান ফিরলেও ফেরেনি রাবেয়ার জ্ঞান
☞ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী এখন হাসপাতালে
☞ আজ অভিনেত্রী জয়া আহসানের ৪৭ তম জন্মদিন
☞ উত্তরার বৃদ্ধাশ্রমে গিয়ে কেঁদে ফেললেন চিত্রনায়িকা পূর্ণিমা
☞ ছেলে ধরা ভেবে প্রকাশ্য গণপিটুনিতে এক মা এর মৃত্যু
☞ শিশু রোকেয়ার জ্ঞান ফিরলেও ফেরেনি রাবেয়ার জ্ঞান
☞ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী এখন হাসপাতালে
আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com
No comments:
Post a Comment