মা আরিফা আক্তার। বয়স ২২ বছর। তিন বছরের শিশু লামিয়ার সাথে গল্পগুজব করতে করতে অটোরিক্সায় করে বাড়ি ফিরছিলেন মা আরিফা আক্তার। কিন্তু কেই বা জানতো বাড়ি ফেরার আগেই মা হারাতে হবে শিশু লামিয়াকে ।
এমনই এক ঘটনা ঘটেছে ১৯ ইং সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে মানিকগঞ্জ শহরের ল’ কলেজ এলাকায়। অটোরিক্সার চাকায় গলার ওড়না পেঁচিয়ে মা আরিফা আক্তারের মৃত্যু হয়। এসময় রিক্সা চালক ভয়ে পালিয়ে গেলে মৃত মায়ের পাশে বসেই কাঁদছিলেন শিশু লামিয়া।
নিহত আরিফা আক্তার মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের হারুন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম খোকন মিয়া। পেশায় তিনি একজন বাস চালক।
আরিফার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক জানান, সদর উপজেলার তরা এলাকায় খালার বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফা। শহরের ল’ কলেজ এলাকায় হঠাৎ রিক্সার চাকায় ওড়না পেচিয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি। আকস্মিক এ ঘটনায় রিক্সা রেখেই চালক পালিয়ে যান। এসময় মায়ের মৃত দেহের পাশেই বসে কাঁদছিলেন শিশু আরিফা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। শিশুটির কাছে ঠিকানা জেনে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।
নিহত আরিফা আক্তার মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের হারুন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম খোকন মিয়া। পেশায় তিনি একজন বাস চালক।
আরিফার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক জানান, সদর উপজেলার তরা এলাকায় খালার বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফা। শহরের ল’ কলেজ এলাকায় হঠাৎ রিক্সার চাকায় ওড়না পেচিয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি। আকস্মিক এ ঘটনায় রিক্সা রেখেই চালক পালিয়ে যান। এসময় মায়ের মৃত দেহের পাশেই বসে কাঁদছিলেন শিশু আরিফা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। শিশুটির কাছে ঠিকানা জেনে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোঃ শহিদুর আজম জানান, আরিফাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে দম বন্ধ হয়ে মারা যান তিনি। তার গলায় কাটা দাগ রয়েছে।
আরো পড়ুন–
☞ মা হওয়ার অনুভূতির গল্প -১
☞ মায়ের ভালবাসা পর্ব -১
☞ ডেলিভারি সেকশনে স্বামীদের ঢোকার অনুমতি নেই কেন?
☞ টুইন বেবীদের গল্প- পর্ব-০১
☞ মা হওয়ার করুন অনুভূতির গল্প -২
☞ মা হওয়ার অনুভূতির গল্প -১
☞ মায়ের ভালবাসা পর্ব -১
☞ ডেলিভারি সেকশনে স্বামীদের ঢোকার অনুমতি নেই কেন?
☞ টুইন বেবীদের গল্প- পর্ব-০১
☞ মা হওয়ার করুন অনুভূতির গল্প -২
আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com
No comments:
Post a Comment