একদিন স্কুলের ম্যাডামকে বললাম, ম্যাডাম....... I love you
পরের সপ্তাহে দেখি পরীক্ষার খাতায় ১০ নাম্বার কম। ম্যাডামকে জিজ্ঞেস করলাম নাম্বার কম কেনো?
ম্যাডাম বললো বেয়াদবির শাস্তি। হেড মাস্টারকে বললাম, স্যার আপনাকে খুব ভালবাসি। পরের দিন দেখি, স্যার আমার হাতে টিসি ধরিয়ে দিলো। তিনি বললেন এটা পড়া-লেখার জায়গা, ভালবাসার জায়গা না । টিসি হাতে নিয়ে বাসায় যেতেই ভাইয়ের সাথে দেখা।
পরের সপ্তাহে দেখি পরীক্ষার খাতায় ১০ নাম্বার কম। ম্যাডামকে জিজ্ঞেস করলাম নাম্বার কম কেনো?
ম্যাডাম বললো বেয়াদবির শাস্তি। হেড মাস্টারকে বললাম, স্যার আপনাকে খুব ভালবাসি। পরের দিন দেখি, স্যার আমার হাতে টিসি ধরিয়ে দিলো। তিনি বললেন এটা পড়া-লেখার জায়গা, ভালবাসার জায়গা না । টিসি হাতে নিয়ে বাসায় যেতেই ভাইয়ের সাথে দেখা।
ভাইকে বললাম, ভাই I love you. ভাই বললো, নতুন শার্ট কেনার ধান্দা। যা এখান থেকে।
বোনকে বললাম I love you.. বোন বললো, নিশ্চই তোর জামা-কাপড় ময়লা হয়েছে। আমার এখন সময় নাই । বাবা বাজারে যাওয়ার পথে দেখা হল । বাবাকে বললাম, বাবা তোমাকে খুব ভালবাসি। বাবা বললো, বুঝতে পেরেছি তোর মতলব। আমার পকেট ফাঁকা এখন কোনো টাকা নেই । এসব শুনে খুবই খারাপ লাগলো। কেউই আমার ভালবাসার দাম দিলো না। সবাই উল্টো টা ভাবলো।
বোনকে বললাম I love you.. বোন বললো, নিশ্চই তোর জামা-কাপড় ময়লা হয়েছে। আমার এখন সময় নাই । বাবা বাজারে যাওয়ার পথে দেখা হল । বাবাকে বললাম, বাবা তোমাকে খুব ভালবাসি। বাবা বললো, বুঝতে পেরেছি তোর মতলব। আমার পকেট ফাঁকা এখন কোনো টাকা নেই । এসব শুনে খুবই খারাপ লাগলো। কেউই আমার ভালবাসার দাম দিলো না। সবাই উল্টো টা ভাবলো।
বাকি আছে মা। চিন্তা করলাম এবার মাকে গিয়ে বলি । মা রান্নাঘরে রান্না করছিলো । মাকে গিয়ে বললাম, মা I love you. মা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো, আর বললো আমিও তোকে খুব ভালবাসিরে আমার দুস্ট পাগল। সারা দিন কোথায় ছিলি, আয় খেতে বসবি চল। তাই সবশেষে বলবো, মায়ের কোনো তুলনা হয় না।
Copy
আরো পড়ুন–
☞ ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে করণীয়
☞ পাওয়া গেলো ডেঙ্গুর ঔষুধ
☞ ডেঙ্গু কেড়ে নিচ্ছে শত শত মায়াবী প্রাণ
☞ শিশুদের ডেঙ্গু থেকে বাঁচতে কিছু ঘরোয়া টিপস
☞ ভয়াবহ ডেঙ্গু জ্বর থেকে বাচাঁর প্রয়োজনীয় কিছু টিপস
☞ ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে করণীয়
☞ পাওয়া গেলো ডেঙ্গুর ঔষুধ
☞ ডেঙ্গু কেড়ে নিচ্ছে শত শত মায়াবী প্রাণ
☞ শিশুদের ডেঙ্গু থেকে বাঁচতে কিছু ঘরোয়া টিপস
☞ ভয়াবহ ডেঙ্গু জ্বর থেকে বাচাঁর প্রয়োজনীয় কিছু টিপস
আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com
No comments:
Post a Comment