Breaking

Monday, October 14, 2019

শিক্ষামন্ত্রীর মতে ২৫ অক্টোবর থেকে বন্ধ থাকবে সব কোচিং,|| Education Minister, all coaching will be closed from October 25

জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
১৩/১০/২০১৯ইং রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এ নির্দেশ দেন।

আগামী ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা চলবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্যই কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রেখেছি। পরীক্ষা চলাকালীন কোথাও কোন স্থানে কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।’
শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, ‘কতিপয় শিক্ষক ক্লাসে না পড়িয়ে কোচিংয়ে পড়ান। এটা খুবই অনৈতিক।’

আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com


No comments:

Post a Comment

Clicky