Breaking

Sunday, October 13, 2019

কেন আর ঢাকায় পড়তে চায় না আবরারের ছোট ভাই || Abrar younger brother don't want to study in Dhaka

বুয়েটে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের একমাত্র আদরের ছোট ভাই আবরার ফায়াজ আর ঢাকায় পড়বে না বলে জানিয়েছেন। বড় ভাই আবরার ফাহাদকে হারিয়ে যেন শোকে বিহ্বল হয়ে পড়েছেন তার একমাত্র ছোট ভাই আবরার ফায়াজ। ঢাকায় পড়া-শোনা করবেন না বলে জানিয়েছেন ফায়াজ নিজেই। গত শনিবার ১২ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানিয়েছে ফায়াজ নিজেই।
 
আবরার ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। যা ছিল বড় ভাই আবরার ফাহাদের বিশ্ববিদ্যালয়ের অতি নিকটেই। ফায়াজ বলেছে, ভাইকে হারিয়ে সে একেবারে একা হয়ে পড়েছে। আবরার ফায়াজ বলে, ‘আমাদের দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। ও ছিল আমার অভিভাবক এবং খুব ভাল বন্ধু। ওর সঙ্গে আমার সম্পর্ক এমন ছিল যে মা–বাবার কথা তেমন মনেই পরতো না।’

আবরার ফাহাদ যেদিন (রোববার) কুষ্টিয়ার পিটিআই সড়কের বাড়ি থেকে চলে যান, সেদিন সকালে ঘুমিয়ে ছিলেন জানিয়ে ফায়াজ বললেন, ‘ভাই যাওয়ার সময় মা ডেকেছিল। কিন্তু আমি শুয়েই ছিলাম। তারপরও ভাই বলল, তাড়াতাড়ি কিন্তু ঢাকায় চলে আসবি। এটাই ছিল ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা ও দেখা।’

পড়া-শোনার বিষয়টি সম্পর্কে ফায়াজ বললেন, ‘কলেজে (ঢাকা কলেজ) আর যাব না। যাবার ইচ্ছেই নেই। কোনো ভয় না, আসলে সত্যি কথা যেটা, ঢাকাতে নিয়ে যাওয়া-ভর্তি, সব ছিল ভাইয়ের ইচ্ছায়। ও-ই সবকিছু কেয়ার করত। রুমে পানিও যদি না থাকতো তাও ভাইই যোগার করে দিত। ও থাকতে কোন সমস্যই মনে হত না,একা লাগত না। ও–নেই, এখন আমি সেখানে কী করে থাকব।’
ফায়াজ আরও বলে, ‘ভাই ছিল, দুজন ছিলাম। এখন একা। ঢাকা আর না, কুষ্টিয়াতে পড়াশোনা করব বলে সিদ্ধান্ত নিচ্ছি । এটাই পরিকল্পনা।’


আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com

No comments:

Post a Comment

Clicky