প্রতিনিয়ত ঘটে চলছে এসব ঘটনা, ডাস্টবিনে, রাস্তায় ফেলে যাচ্ছে সদ্য জন্মানো নবজাতকের নিথর দেহ, জীবন্ত দেহ। রাস্তাঘাট, বাজার, ড্রেন, অলিতে-গলিতে, টয়লেটে এমনকি উচু ভবনগুলো থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হচ্ছে কত শত শত অবুঝ প্রাণ।
কেউ বা রাস্তাঘাট, বাজার, ড্রেন, অলিতে-গলিতে, টয়লেটে জীবন্ত নবজাতককে ফেলে চলে যাচ্ছে, কিছু জীবিত পাওয়া গেলেও বেশিরভাগ প্রাণ মিলছে মৃত। জীবিত অবস্থায় জন্মানোর পরও ডাস্টবিন, ড্রেন, টয়লেট, রাস্তায় ফেলে যাওয়ার কারণেই এসব স্থানে তাদের মৃত্যু হচ্ছে।
ভাবা যায়, আমরা কতটা অমানবিক, অমানুষ ! ৫/১০ মিনিটের শারীরিক সুখের জন্য একটা জীবন্ত প্রাণ নির্মমভাবে হত্যা করছি। কখনো ৫ মাস, কখনো ৬ মাস, কখনো ৮ মাস আবার কখনো জন্ম দিয়ে তারপর ফেলে দিচ্ছি রাস্তায়, ডাস্টবিনে, টয়লেটে।
নিজে বাচাঁর জন্য, মান সম্মানের ভয়ে কখনো উচু ভবন থেকে ফেলে দিচ্ছি ভ্রুণকে, নবজাতককে।
ছি! লজ্জা! ঘৃণা! ধিক্কার! আমরা আর মানুষ হলাম না, হতে পারলাম না, হতে চেষ্টাও করলাম না।
ভালো থাকুক পৃথিবীর সকল অনাগত সন্তানেরা, যেন তারা সঠিক মায়ের গর্ভেই জন্ম নেয়। কোন পাপের ফসল যেন তারা না হয়। জন্মানোর আগেই যেন তারা মারা না যায়। কেউ যেন রাস্তা থেকে, ডাস্টবিন থেকে মৃত কুড়িয়ে না নেয়।
১০ মিনিটের আবেগ মাগো, ৫ মিনিটের সুখ,
কেন আমায় দেখতে দিলানা, এই পৃথিবীর মুখ?
জোর করে তো আসিনি মা
তোর শরীরে আমি,
পৃথিবীতে নাকি সন্তান হয়
মায়ের কাছে দামি?
তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা?
সুখের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা?
একদিন তুমি আমার কাছে আসবে ঠিকি মাগো?
কি বলবে মহান আল্লাহর কাছে ঠিক করে রাখো।
আমি তো মা বেঁচে গেছি, বেঁচে গেল মান,
নয়তো সবাই বলতো আমায় অবৈধ সন্তান।
একটু অবৈধ সুখ পেতে তুমি আমায় পেটে নিলে
কলঙ্কের ভয়ে আবার আমায় ছুড়ে ফেলে দিলে।
তোমার মাও করতো যদি তোমার সাথে এমন,
বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন।
😢😢😢
আরো পড়ুন–
☞ ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে করণীয়
☞ পাওয়া গেলো ডেঙ্গুর ঔষুধ
☞ ডেঙ্গু কেড়ে নিচ্ছে শত শত মায়াবী প্রাণ
☞ শিশুদের ডেঙ্গু থেকে বাঁচতে কিছু ঘরোয়া টিপস
☞ ভয়াবহ ডেঙ্গু জ্বর থেকে বাচাঁর প্রয়োজনীয় কিছু টিপস
☞ ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে করণীয়
☞ পাওয়া গেলো ডেঙ্গুর ঔষুধ
☞ ডেঙ্গু কেড়ে নিচ্ছে শত শত মায়াবী প্রাণ
☞ শিশুদের ডেঙ্গু থেকে বাঁচতে কিছু ঘরোয়া টিপস
☞ ভয়াবহ ডেঙ্গু জ্বর থেকে বাচাঁর প্রয়োজনীয় কিছু টিপস
আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com
No comments:
Post a Comment