Breaking

Sunday, August 25, 2019

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহফুজা নামে এক শিশুর মৃত্যু || Baby Mahfuza dies of Dengue

কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহফুজা নামে এক শিশুর মৃত্যু হয়েছে । বয়স ১০ বছর । ২৫/৮/২০১৯ ইং রোববার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার উদ্দিন বলেন, হাসপাতালে ভর্তির সময় শিশুটি খুব দুর্বল ছিল। খুব একটা নড়াচড়া করছিল না। আমরা ভর্তি করার পর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠাই। সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

ডা. ইফতেখার আরও বলেন, আমরা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করার সময়টুকুও পাইনি। এর আগেই সে মারা যায়। তবে উপসর্গ দেখে ধারণা করছি, শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত ছিল।

মাহফুজা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বড়িল্লা গ্রামের আবুল মনসুরের মেয়ে।
সংশ্লিষ্টরা জানান, সঙ্কটাপন্ন অবস্থায় সকাল ৮টা ৫০ মিনিটে পরিবারের লোকজন শিশুটিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জ্বরে আক্রান্ত শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে ইসিজি করার সময়ই তার মৃত্যু হয়। পরীক্ষা করার কোনো সুযোগই হয়নি। তাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে সেটা বলা যাবে না।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com

No comments:

Post a Comment

Clicky