ঘটনাটি ঘটে ২৪সেপ্টেম্বর ২০১৯ ইং মঙ্গলবার সকাল ১১টার দিকে । গলায় সুজি আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে হুজাইফা খাতুন নামের ৮ মাস বয়সী এক শিশুর। মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুজাইফা ছিল ভাটপাড়া গ্রামের কৃষক আনিসুর রহমানের কন্যা।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই শিশুটির মা শিশুটিকে সুজি খাওয়াচ্ছিলেন। এক পর্যায়ে গলায় সুজি আটকে গিয়ে শিশুটির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন তার মা। দ্রুত শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই শিশুটির মা শিশুটিকে সুজি খাওয়াচ্ছিলেন। এক পর্যায়ে গলায় সুজি আটকে গিয়ে শিশুটির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন তার মা। দ্রুত শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শোকে পাগল প্রায় হুজাইফার বাবা-মা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি ওবায়দুর রহমান। ওসি ওবায়দুর রহমান বলেন, শিশুটির মরদেহ আনিসুর রহমানের বাড়িতে নিয়ে গেছে পরিবারের লোকজন।
আরো পড়ুন–
☞ ভাত না খাওয়ায় মায়ের হাতে পাঁচ বছর বয়সী মেয়ের মৃত্যু
☞ খুলনায় ৯ মাসের শিশুকে জবাই করে হত্যা, মা গ্রেফতার
☞ ৭ বছরের শিশু সায়মাকে ধর্ষণ, অতপর শ্বাসরোধ করে হত্যা
☞ ব্যাগে ৭ বছরের শিশুর মাথা, যুবককে গণ পিটুনিতে হত্যা
☞ বাবার হাতে থাপ্পড় খেয়ে ৭ মাসের বাচ্চার মৃত্য
☞ ভাত না খাওয়ায় মায়ের হাতে পাঁচ বছর বয়সী মেয়ের মৃত্যু
☞ খুলনায় ৯ মাসের শিশুকে জবাই করে হত্যা, মা গ্রেফতার
☞ ৭ বছরের শিশু সায়মাকে ধর্ষণ, অতপর শ্বাসরোধ করে হত্যা
☞ ব্যাগে ৭ বছরের শিশুর মাথা, যুবককে গণ পিটুনিতে হত্যা
☞ বাবার হাতে থাপ্পড় খেয়ে ৭ মাসের বাচ্চার মৃত্য
আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com
No comments:
Post a Comment