Breaking

Tuesday, September 17, 2019

নির্যাতিত নারীর আর্তনাদ পর্ব -০১ || The cry of the oppressed woman Part-1

শাশুড়ি বলে- "তালাক দিলে লাগব ৮ লাখ টাকা। আর মাইরা ফেললে পুলিশরে ২ লাখ টাকা দিলেই শেষ। এই কথা বলার পরপরই হাত-পা বেঁধে আমারে মারতে শুরু করে স্বামী,শাশুড়ি ও ভাসুর মঞ্জু। লাঠি আর শাবল দিয়ে তিনজন পেটাতে থাকে। হাত-পা-মাথার এমন কোনো জায়গা নাই যেখানে ওরা আমারে মারে নাই।


আমার দেড় বছরের মেয়েটা জড়ায়া ধরে রাখছিল আমারে। তারে তুইলা ছুড়ে মারে আমার জামাই। মোবাইল আর গয়না নিয়ে যায়। এক পর্যায়ে ভাসুর মঞ্জু বুকের ওপর উঠে দাঁড়ায়। মনে হচ্ছিল মরে যাচ্ছি। কোনোরকমে বলি, আমারে এমনে শাস্তি না দিয়ে জবাই কইরা ফেলেন। এরপর জ্ঞান হারিয়ে ফেলি। আমি মইরা গেছি মনে কইরা ওরা পলাইয়া যায়।"

এটি সিনেমা থেকে নেওয়া কোন নির্যাতনের বর্ণনা নয়-
এটি বাংলাদেশ নামক স্বাধীন দেশের বোর্ড বাজার কাথোরা নামক এলাকার একটি পরিবারের পূত্রবধূ এনি আক্তারের নিজের মুখে দেওয়া নির্যাতনের বর্ণনা!
.
তাইতো কবি বলেছেন-
এই দেশে মানবতা,
শুধুমাত্র ভিনদেশী হাতির জন্য,
বাঙ্গালি গৃহবধূর জন্য নয়.....

(সংগৃহীত)


আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com

No comments:

Post a Comment

Clicky