‘এত হাসি কোথায় পেলে’ কবিতায় কবি জসীম উদ্দীন ছোট্ট শিশুর আচরণ-সৌন্দর্যের চমৎকার বর্ণনা দিয়েছেন। ছোট্ট শিশুর আদুরে মুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটাচলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সবকিছুই সুন্দর। শিশু সবার আদরের।
প্রশ্ন: ডান দিক থেকে সঠিক শব্দ এনে খালিঘরে বসাও:
উত্তর:
(ক) এত কথার কলকলানি (ক) এত কথার খলখলানি
(খ) গাঙের গুলগুলানি (খ) গাঙের কলকলানি
(গ) পাটের বনের গড়গড়ানি (গ) পাটের বনের বউটুবানি
(ঘ) ছড়ার গড়ার খলখলানি (ঘ) ছড়ার গড়ার গড়গড়ানি
(ঙ) কলমি ফুলের দুলদুলানি (ঙ) কলমি ফুলের গুলগুলানি
(চ) কোন সে লতার বউটুবানি (চ) কোন সে লতার দুলদুলানি
(ছ) আদরে যে ফুলছড়ানি (ছ) আদরে যে টুইটুবানি
(জ) জোসনা ফিনিক (জ) জোসনা ফিনিক
(ঝ) রঙিন ঠোঁটে (ঝ) রঙিন ঠোঁটে
(ঞ) জোসনা ফিনিক টুইটুবানি (ঞ) জোসনা ফিনিক ফুলছড়ানি
প্রশ্ন: খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লেখো:
উত্তর:
(ক) কে দিয়েছে রঙিন ঠোঁটে
............................
কলমি ফুলের গুলগুলানি
(খ) কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটুবানি।
পাটের বনের বউটুবানি
(গ) কাদের দেশের কোন সে চাঁদের
.....................................
জোসনা ফিনিক ফুলছড়ানি
(ঘ) কে এনেছে বরণ ডালায়
............................
পাটের বনের বউটুবানি
(ঙ) উড়ে গেলাম সুরে পেলাম
..............................
ছড়ার গড়ার গড়গড়ানি।
No comments:
Post a Comment