প্রশ্নঃ কবি কোন কথাটি বলতে নিষেধ করেছেন? কেন করেছেন?
********
উত্তরঃ কবির নিষেধঃ কবি কালীপ্রসন্ন ঘোষ রচিত ‘পারিব না’ একটি উপদেশমূলক কবিতা। কাজের সফলতা পাওয়ার জন্য অনুপ্রেরণা দরকার। লেখক ‘পারিব না’ কবিতায় বারবার চেষ্টা করার কথা উল্লেখ করেছেন। কবি কালীপ্রসন্ন ঘোষ তাঁর ‘পারিব না’ কবিতায় ‘পারিব না’ এ কথাটি বলতে নিষেধ করেছেন।
নিষেধ করার কারণঃ কোন কাজ পারব না বলে ফেলে রাখা ঠিক নয়। বারবার চেষ্টা করার মানসিকতা অর্জন করতে হবে। মানুষের অসাধ্য বলে কিছু নেই। মানুষ তার চেষ্টার দ্বারা সব কাজ সাধন করতে পারে এবং সব কাজে সফল হতে পারে। তাই কবি ‘পারিব না’ কথাটি বলতে নিষেধ করেছেন।
প্রশ্নঃ কবি কেন লিখেছেন‘ একবারে না পারিলে দেখ শত বার’ ?
উত্তরঃ কবি কালীপ্রসন্ন ঘোষ রচিত ‘পারিব না’ একটি উপদেশমূলক কবিতা। কাজের সফলতা পাওয়ার জন্য অনুপ্রেরণা দরকার। লেখক পারিব না কবিতায় বার বার চেষ্টা করার কথা উল্লেখ করেছেন। কোন কাজে এক বারে সফল না হলে, মন খারাপ করে ভেঙে পড়লে চলবে না। একবারে সফল হতে না পারলে বারবার চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে। যে কোন কঠিন কাজও একাধিকবার চেষ্টা করলে সফল হওয়া যায়। যেমন- শিশু বার বার চেষ্টা করে হাঁটতে শেখে। তাই কবি বলেছেন, এক বারে না পারিলে দেখ শত বার’।
প্রশ্নঃ কোন ধরণের মানুষ কিছুই করতে পারে না?
উত্তরঃ কবি কালীপ্রসন্ন ঘোষ রচিত ‘পারিব না’ একটি উপদেশমূলক কবিতা। কাজের সফলতা পাওয়ার জন্য অনুপ্রেরণা দরকার। লেখক পারিব না কবিতায় বারবার চেষ্টা করার কথা উল্লেখ করেছেন। যারা অলস ও অবোধ, যারা কিছুই বোঝে না, নির্বোধ; তাদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। তারা কিছুই করতে পারে না। তারা কাজকে ভয় পায়। তারা আত্মবিশ্বাসহীন। কোনো কাজ করার সাহস তাদের নেই। তাই তারা কিছুই করতে পারে না।
প্রশ্নঃ জীবনে বড় হওয়ার জন্য আমাদের কী করা দরকার?
উত্তরঃ কবি কালীপ্রসন্ন ঘোষ রচিত ‘পারিব না’ একটি উপদেশমূলক কবিতা। কাজের সফলতা পাওয়ার জন্য অনুপ্রেরণা দরকার। লেখক পারিবনা কবিতায় বারবার চেষ্টা করার কথা উল্লেখ করেছেন। জীবনে বড় হওয়ার জন্য আমাদের দরকার ধৈর্য্য, কঠোর পরিশ্রম ও সাধনা। কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে বড় হতে পারে না। অনেক ধৈর্য্য, কষ্ট, ত্যাগ ও সাধনার পর মানুষ জীবনে বড় হতে পারে। ত্যাগ ও সাধনার পাশাপাশি থাকতে হবে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে বারবার চেষ্টা করার মানসিকতা থাকবে না। এ মানসিকতা না থাকলে জীবনে বড় হওয়া খুব কঠিন। তাই বলা হয়, পরিশ্রমই উন্নতির চাবিকাঠি।
প্রশ্নঃ ‘পারিব না’ কবিতাটির মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখ।
উত্তরঃ কবি কালীপ্রসন্ন ঘোষ রচিত ‘পারিব না’ একটি উপদেশমূলক কবিতা। কাজের সফলতা পাওয়ার জন্য অনুপ্রেরণা দরকার। কোনো কাজই কঠিন নয়। বার বার চেষ্টার মাধ্যমে মানুষ যেকোনো কঠিন কাজ সমাধা করতে পারে। কোনো কাজ একবারে সম্পন্ন না হলে ভেঙে পড়া যাবে না। বুদ্ধি ও চেষ্টার দ্বারা কাজে সফলতা অর্জন করতে হবে। মানুষ নিজ হাতে কাজ করেই কাজ শিখতে পারে। প্রথমবারের চেষ্টয় অকৃতকার্য হয়ে বসে না থেকে, নব উদ্দীপনা ও উৎসাহের সাথে আবার শুরু করতে হবে। কাজ করতে করতেই মানুষ অভিজ্ঞতা লাভ করে, কাজে দক্ষ হয়ে জীবনে সফলতা পায়। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের জীবনী পাঠ করলে এর সত্যতা মেলে।
No comments:
Post a Comment