Breaking

Friday, April 12, 2019

টার্কি মুরগী লালন পালন - জৈব নিরাপত্তা-২ পর্ব-১০

টার্কি মুরগী লালন পালন - জৈব নিরাপত্তা পর্ব-২

>> খামারের প্রধান গেট বন্ধ রাখতে হবে।
>> খামারের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
>> খামারের শেডের পাশে খাদ্যদ্রব্য ফেলা যাবে না, এতে বন্য পাখি আসবে।
>> অন্য খামারের কর্মীদের প্রবেশ করতে দেয়া যাবে না।
>> খামারের ভেতর প্রয়োজনীয় যন্ত্রপাতি, গাড়িসহ সব কিছু জীবাণুমুক্ত করে ঢুকাতে হবে।
>> খামারের ভেতর যারা থাকবে বা প্রবেশ করবে তাদের পরিধেয় সব কিছু জীবাণুমুক্ত হতে হবে।
>> টার্কির ঘরের দরজা বন্ধ রাখতে হবে। যাতে বিড়াল, ইঁদুর, সাপ, বেজি ইত্যাদি প্রবেশ করতে না পারে।
>> এক খামারের লোক অন্য খামারে গোসল করে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে।
>> কর্মীদের অতিথি ও বন্য পাখিদের দোকানে যাওয়া যাবে না।
>> খামার পরিত্যাগের সময় খামারের বস্ত্রাদি পরিবর্তন করে হাত-পা ভালোভাবে ধুয়ে নিতে হবে।
>> প্রতিটি শেডের সামনে পা ডোবানোর জীবাণুমুক্তকরণ তরল পদার্থ রাখতে হবে।
>> কোন টার্কি অসুস্থ্য হলে বা মারা গেলে সাথে সাথে জেলা বা উপজেলা পশু চিকিৎসা কেন্দ্রে জানাতে হবে এবং পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে। এক্ষেত্রে কোন রকম অবহেলা করা যাবে না।
>> মরা টার্কি মাটিতে পুতে ফেলতে হবে।


>> খামারে প্রবেশ ও বাইরে যাওয়ার জন্য একটিমাত্র পথ চালু থাকবে।
>> টার্কি ও ডিম বিক্রি করে খাঁচা ও সরঞ্জামাদি  ও যানবাহন পরিস্কার করে জীবাণুমুক্ত করে খামারে ঢুকাতে হবে।
>> অবিক্রিত টার্কি  ও ডিম খামারের ভেতরে নেওয়া যাবে না।
>> টার্কিকে সময়মতো সকল টিকা দিতে হবে।
>> টার্কি, হাঁস-মুরগী ও কবুতর ও অন্যান্য পাখি একত্রে পালন করা যাবে না।
>> অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধ করতে হবে।
>> বাড়ীতে পালার জন্য বাজার থেকে কোন টার্কি অন্তত ১৫ দিন আলাদা রেখে তারপর বাড়ীর টার্কির সাথে রাখতে হবে।
>> এক শেডের যন্ত্রপাতি বা ব্যবহার্য জিনিসপত্র অন্য শেডে ব্যবহার করা যাবে না।
>> রোগাক্রান্ত টার্কির বিষ্ঠা, ময়লা, বর্জ্য, লিটার মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে।
>> শেডের লিটার ঘন ঘন পরিবর্তন করতে হবে এবং শুকনো রাখতে হবে।
>> টার্কির ঘরে কাজ করার সময় ভেতর থেকে দরজা বন্ধ রাখতে হবে।
>> টার্কির মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিলে পশু হাসপাতালে জানাতে হবে। অস্বাভাবিক আচরণের মধ্যে রয়েছে টার্কি পরপর দুই দিন ২০ শতাংশ হারে পানি ও খাদ্য কম খেলে এবং ডিম উৎপাদন পরপর দুই দিন ২০ শতাংশ হারে কমলে পশু হাসপাতালে জানাতে হবে।
>> টার্কির ঘরে তাপমাত্রা ও আলো প্রয়োজনীয় পরিমাণে রাখতে হবে।
>> লেয়ার টার্কির বিষ্ঠা প্রতিদিন পরিষ্কার করতে হবে।
>>  প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাদ্য ও পানি সরবরাহ করতে হবে।

আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
Image Source www.google.com

No comments:

Post a Comment

Clicky