টার্কি মুরগী লালন পালন - কৃমি রোগ ও প্রতিকার- পর্ব-০৭
প্রধানতঃ দুই গ্রুপের কৃমি দ্বারা টার্কি আক্রান্ত হতে পারে। যেমনঃ
(ক) gape worm, এটি শ্বাসনালী (Trachea) তে বাস করে এবং শ্বাস কষ্টের সৃষ্টি করে (তবে এটিতে আক্রান্তের সম্ভাবনা খুবই কম)।
(খ) অন্ত্র নালীর কৃমি যেমনঃ Capillaria, Ascaridia Ges Heterakis
লক্ষণঃ
>> দেহের ওজন কমতে থাকে।
>> খাদ্য গ্রহণে অরুচি।
>> ডিম আকারে ছোট এবং উৎপাদন কমতে থাকা, ডিমের উর্বরতা শক্তি নষ্ট হওয়া।
>> মাঝে মাঝে পাতলা পায়খানা করতে দেখা যায়।
>> এর বেলায় তীব্র শ্বাস কষ্ট, গড় গড় আওয়াজ, মাঝে মাঝেই মাথা ঝাঁকানো, শরীর শুকিয়ে যাওয়া, সর্বোপরি নিউমোনিয়ার লক্ষণ প্রকাশ পায়।
চিকিৎসাঃ নমুনা-
০১। Worm nil powder
প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ০.০৮ গ্রাম পাউডার সকালের পানিতে মিশিয়ে খাওয়াতে হবে, পর পর ২ দিন।
অথবা -
Piper-vet, Avipar, Ascarex, Avinex.
প্রতিরোধঃ
জৈব নিরাপত্তা ব্যবস্থা পালন। কৃমি দ্বারা সংক্রমণ না হওয়ার জন্য টার্কিদের বয়স ৪৫ দিন থেকে কৃমি মুক্ত করণ কর্মসূচি (De-worming Program) শুরু করতে হবে এবং পরবর্তীতে প্রতি তিন মাস অন্তর এই কর্মসূচি অব্যহত থাকবে।
De-worming এর জন্য Avinex, Worm nil, Avipar, Piper-vet ইত্যাদি যেকোন একটি ব্যবহার করা যেতে পারে।
মাত্রাঃ
প্রতি লিটার পানিতে ০১ গ্রাম, শুধুমাত্র সকাল বেলার পানিতে এবং দুই দিন খাওয়াতে হবে। অবশ্যই নিয়মিত ৪৫ দিন পরপর খাওয়াতে হবে।
জরুরী ভিত্তিতে যে সমস্ত ঔষধ খামারে রাখা যেতে পারেঃ
1)
Micronid
2)
Rena-C
3)
Frac-12
4)
Lisovit
5)
Renamicin
6)
Esb3
7)
Renamox
30%
8)
Doxi
(Vet)
9)
Temsen
10)
Juril
11)
Civodex
vet
12)
Glucolyte
vet
13)
Hicotil
14)
Ciprostav
15)
Zis
–vet
16)
B-Complex
17)
Calcium
18)
Thiavin
19)
Ad3-E
20)
E-sell
21)
Avinex,
Piper-vet, Avipar, Ascavex
22)
Powder,
Amprium-Vet + Moxacil Vet + Tab- Amodis Vet
Note to remember: >> Amprium Vet + Moxacil 1 gm / 1 Litre water
>> Amodis vet 1 Tablet per 4 Litre water.
Image Source www.google.com
আমাদের এই পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ লাইক বাটন ক্লিক করে পরবর্তী নিউজের সাথে আপডেট থাকবেন। বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।
No comments:
Post a Comment