Breaking

Thursday, January 5, 2012

পঞ্চম শ্রেনি - বিজ্ঞান- প্রথম অধ্যায়- জীবজগৎ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্নঃ ১। তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখ।
উত্তর: আমাদের চারপাশে ছোটবড় বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। উদ্ভিদ বিজ্ঞানীগণ এসব উদ্ভিদকে আকার ও কান্ডের প্রকৃতির ভিত্তিতে তিনভাগে ভাগ করেছেন। যথা- বৃক্ষ, গুল্ম ও বীরুৎ। গুল্ম উদ্ভিদগুলো মাঝারি আকারের। এদের কাণ্ড শক্ত তবে মোটা নয়। কাণ্ড থেকে বহু শাখা প্রশাখার সৃষ্টি হয় এবং উদ্ভিদকে একটি ঝোপের ন্যায় দেখায়। এ উদ্ভিদে কোন গুঁড়ি কাণ্ড নেই। এ উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না।
তিনটি গুল্ম জাতীয় উদ্ভিদ যেমন- 
১) জবা
২) গোলাপ ও
৩) লেবু।

প্রশ্ন ২। অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখ।
উত্তর: যে সকল উদ্ভিদের ফুল হয় না, সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন: মস, ফার্ণ ইত্যাদি।
আবার, যে সকল উদ্ভিদের ফুল হয়, তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন: আম গাছ, জামগাছ ইত্যাদি।
নিচে এদের পার্থক্য দেওয়া হলো :

অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ
১. অপুষ্পক উদ্ভিদ কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে না। ১. সপুষ্পক উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা আছে।
২. এদের ফুল ও ফল হয় না। ২. এদের ফুল ও ফল হয়।
৩. এদের কোন কোন উদ্ভিদের মূল হয় না। ৩. এদের মূল হয়।
৪. এরা খাদ্য তৈরি করতে পারে না। ৪. এরা খাদ্য তৈরি করতে পারে।
৫. নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ৫. সপুষ্পক উদ্ভিদ স্বভোজী।
৬. আকারে ছোট ও নরম হয়। ৬. এরা আকারে বড় ও শক্ত।
৭. উদাহরন: শৈবাল, ছত্রাক, মস, ফার্ন ৭. উদাহরন: আম, জাম, কাঠাল।

প্রশ্ন ৩। তিনটি একবীজপত্রী ও তিনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহারণ দাও।
উত্তর: একবীজপত্রী উদ্ভিদ : যে সকল উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে।
উদাহরণ: 
১) ধান
২) গম ও
৩) সুপারি।

দ্বিবীজপত্রী উদ্ভিদ : যে সকল উদ্ভিদের বীজে বীজপত্র বা বীজদল দুটি তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে।
উদাহরণ: ১) আম
২) জাম ও
৩) কাঁঠাল গাছ।

রচনামূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন ১। সপুষ্পক উদ্ভিদ এবং অপুস্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
উত্তর: সপুষ্পক উদ্ভিদ : যে সকল উদ্ভিদের ফুল হয়, তাদেরকে সপুস্পক উদ্ভিদ বলে। যেমন: আম গাছ, জামগাছ ইত্যাদি।
সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ :
১. সপুষ্পক উদ্ভিদের মূল, কাণ্ড ও শাখা-প্রশাখা আছে।
২. এদের ফুল ও ফল হয়।
৩. সপুষ্পক উদ্ভিদ স্বভোজী।
৪. এদের কাণ্ডে শাখা-প্রশাখা সৃষ্টি হয়।
৫. এরা আকারে বড় ও শক্ত।
অপুষ্পক উদ্ভিদ : যে সকল উদ্ভিদের ফুল ও ফল কিছুই হয় না, তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে।
যেমন: মস, ফার্ণ ইত্যাদি।
অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যসমুহ :
১. অপুষ্পক উদ্ভিদ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে না।
২. এদের ফুল, ফল ও বীজ হয় না।
৩. এদের কাণ্ডে কোনো শাখা প্রশাখা সৃষ্টি হয় না।
৪. নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না।
৫. আকারে ছোট ও নরম হয়।

প্রশ্ন ২। নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ কেন, ব্যাখ্যা কর।
উত্তর: যে সকল উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে। নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ। কারণ-
১. এ উদ্ভিদের বীজ ফলের ভিতরে থাকে।
২. একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে সাধারণত কোনো শাখা-প্রশাখা থাকে না।
৩. মূল সাধারণত গুচ্ছ আকৃতির।
৪. পাতা লম্বা, চ্যাপ্টা বা সরল প্রকৃতির।
৫. পাতার শিরাবিন্যাস সমান্তরাল।
সুতরাং নারকেল গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ।

প্রশ্ন : ৩। শৈবাল ও ছত্রাকের পার্থক্যগুলো উল্লেখ কর এবং এরা মস থেকে কোন কোন বৈশিষ্ট্যে আলাদা, তা লেখ।
উত্তর : শৈবাল ও ছত্রাকের পার্থক্যগুলো নিম্নরূপ :

পার্থক্যের বিষয় শৈবাল ছত্রাক
১. বাসস্থান পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে। বাসি খাবার, গোবর ও আবর্জনার স্তূপে জন্মে।
২. দেখতে ও খাদ্য তৈরিতে শৈবাল দেখতে সবুজ ও খাদ্য তৈরিতে সক্ষম। ছত্রাক দেখতে অসবুজ, তাই খাদ্য তৈরিতে অক্ষম।
৩. সালোক সংশ্লেষণ এদের দেহে সালোক সংশ্লেষণের বর্ণকণিকা বিদ্যমান। এদের দেহে বর্ণকণিকা অনুপস্থিত।

৪. সূর্যালোকের প্রয়োজনীয়তা এদের জন্য সূর্যালোক অপরিহার্য।
এদের জন্য সূর্যালোক অপরিহার্য নয়।
৫. স্বভোজী বা পরভোজী এরা স্বভোজী।
এরা পরভোজী।

৬. ক্লোরোফিল এদের দেহে ক্লোরোফিল আছে বলে এরা সবুজ। এদের দেহ ক্লোরোফিল নেই বলে এরা সবুজ নয়।
৭. উদাহরণ স্পাইরোগাইরা। মিউকর।

শৈবাল ও ছত্রাক যেসব বৈশিষ্ট্যে মস থেকে আলাদা তা নিচে দেওয়া হলো :
মস : ১. মসের দেহে কাণ্ড ও পাতা থাকলেও মূল নেই।
২. এরা খাদ্য উৎপন্ন করতে পারে।
শৈবাল ও ছত্রাক : ১. এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না।
২. শৈবাল খাদ্য উৎপাদন করতে পারলেও ছত্রাক তা পারে না।

৪. নিচের চিত্রগুলো আঁক রং কর এবং নাম লেখ।
ক. সপুষ্পক উদ্ভিদ খ. অপুষ্পক উদ্ভিদ
গ. একবীজপত্রী উদ্ভিদ গ. দ্বিবীজপত্রী উদ্ভিদ
ঙ. পাতার সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকা শিরাবিন্যাস।
ক. সপুষ্পক উদ্ভিদ: যে সকল উদ্ভিদের ফুল হয়, সেগুলো সপুষ্পক উদ্ভিদ। নিচে একটি সপুষ্পক উদ্ভিদের চিত্র দেওয়া হলো- ফুল
ফল
পত্র
শাখা
কান্ড

প্রধান মূল

চিত্র: সপুষ্পক উদ্ভিদ

খ. অপুষ্পক উদ্ভিদ: যে সকল উদ্ভিদের ফুল হয় না, সেগুলো অপুষ্পক উদ্ভিদ। নিচে অপুষ্পক উদ্ভিদের চিত্র দেওয়া হলো-



শৈবাল (স্পাইরোগাইরা) ছত্রাক ফার্ণ সম
চিত্র: অপুষ্পক উদ্ভিদ
গ. একবীজপত্রী উদ্ভিদ: যে সকল উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে। নিচে একবীজপত্রী উদ্ভিদের চিত্র দেওয়া হলো-








চিত্র: একবীজপত্রী উদ্ভিদ

গ. দ্বিবীজপত্রী উদ্ভিদ: যে সকল উদ্ভিদের বীজে বীজপত্র বা বীজদল দুটি তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। নিচে দ্বিবীজপত্রী উদ্ভিদের চিত্র দেওয়া হলো-




কাঁঠাল



কাঁঠাল গাছ
চিত্র: দ্বিবীজপত্রী উদ্ভিদ

ঙ. পাতার সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকা শিরাবিন্যাস।








চিত্র: পাতার শিরাবিন্যাস

No comments:

Post a Comment

Clicky