Breaking

Tuesday, October 25, 2011

লিপির গল্প

ক) লিপি বলতে কি বুঝ তা বলি লিখি
উত্তরঃ লিপির গল্প একটি গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান আর কিছুটা বানানো আলোচ্য গল্পে ভাষার প্রতীক এবং চিহ্ন হিসাবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ ধারণ করে তা কথোপকথন এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে
লিপি মানে লেখা কোনকিছু শুনে লেখা, জিনিস দেখে লেখা, চিন্তা করে মনের কথা লেখা লিপির সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি সংরক্ষণ করি সুতরাং শূণ্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দিই হল লিপি মানুষ যেদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখল, সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হল

খ) লিপি তৈরির চিন্তা এল কিভাবে ?
উত্তরঃ লিপির গল্প একটি গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান আর কিছুটা বানানো আলোচ্য গল্পে ভাষার প্রতীক এবং চিহ্ন হিসাবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ ধারণ করে তা কথোপকথন এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে
আজ থেকে প্রায় ছয়-সাত হাজার বছর আগে পৃথিবীর লোকজন লিখতে পড়তে জানত না কারণ তখন বর্ণমালা অর্থ্যাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না তখন আমাদের বাবা-মা, দাদা-দাদীরা ছোটদের জন্য গল্প বানাতেন আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোতে গল্প বানিয়ে বানিয়ে ঘুম পাড়াতেন বড়রা গল্প বানাতেন আর ছোটরা গল্প শুনতো গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাতো ভুলে গেলে তখন আর গল্পটা বলতে পারতোনা আবার নতুন করে গল্প বানাতে হতো সে জন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এল মানুষ যেদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখল, সেদিন থেকেই মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হল

গ) লিপি আবিস্কারকদের নাম লিখ
উত্তরঃ লিপির গল্প একটি গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান আর কিছুটা বানানো আলোচ্য গল্পে ভাষার প্রতীক এবং চিহ্ন হিসাবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ ধারণ করে তা কথোপকথন এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে
প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিস্কার করেছিলেন তা কেউ সঠিকভাবে বলতে পারবে না আধুনিক কালে যাঁরা ধরণের কাজ করেছেন তাঁদের কারও কারও নাম জানা যায় যেমনঃ কোরিয়ার রাজা সে জং এবং ধর্মযাজক সন্ত সিরিল

ঘ) বাংলা লিপি কীভাবে এল ?
উত্তরঃ লিপির গল্প একটি গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান আর কিছুটা বানানো আলোচ্য গল্পে ভাষার প্রতীক এবং চিহ্ন হিসাবে বর্ণমালা কিভাবে আস্তে আস্তে একটি রূপ ধারণ করে তা কথোপকথন এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে
বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না প্রাচীন ব্রাহ্মী লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি রুপান্তরিত হয়েছে বলে ধারণা করা হয় এই বঙ্গলিপিই বাংলা লিপির পুরানো নাম

********

No comments:

Post a Comment

Clicky