Breaking

Tuesday, October 25, 2011

প্রার্থনা

ক) আমরা কার গুনগান করি এবং কার কার কাছে সাহায্য চাই ?
উত্তরঃ বাংলা সাহিত্যের কাব্য সুধাকর কবি গোলাম মোস্তফা রচিত প্রার্থনা একটি ভক্তিমূলক কবিতাআলোচ্য কবিতায় কবি অপার অসীম, অনন্ত বিচার দিনের মহান প্রভু স্রষ্টার কাছে সত্য ও ন্যায়ের পথে চলার জন্য গুনগান এর মাধ্যমে প্রার্থণা করেছেনতিনি আমাদের অন্তর্যামীতাই আমরা সেই মহান স্রষ্টার গুণগান করিদ্যু-লোকে ভূ-লোকে সবারে ছেড়ে তাঁর চরণে লুটিয়ে পড়ি এবং সেই পরম করুণাময় আল্লাহর কাছেই আমরা প্রার্থনা জানাই

খ) অনন্ত অসীম প্রেমময় তুমি এই চরণ পড়ে আমরা কি বুঝি ?
উত্তরঃ বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফা রচিত প্রার্থনা একটি ভক্তিমূলক কবিতাতিনি এই কবিতায় খুব সুন্দর করে পরম করুণাময় মহান আল্লাহর কাছে তাঁর ভক্তিপূর্ণ প্রার্থনা জানিয়েছেনএ চরণ পড়ে আমরা বুঝি যে, মহান সৃষ্টিকর্তা অনাদি, অনন্ত, অসীমতাঁর কল্পনা মানুষের চিন্তা শক্তির বাইরেআল্লাহ এক ও অদ্বিতীয়তিনি সব কিছুরই মালিকতাঁর দয়ার শেষ নেইতিনি দয়ার সাগর, প্রেমময়ীআমাদের জীবন ধারণের জন্য যা যা দরকার, তার সবকিছুই তিনি আমাদেরকে দান করেছেন তাঁর সকল সৃষ্টিকে তিনি ভালবাসেনতাই অনন্ত অসীম প্রেমময় তুমি”- কথাগুলো দ্বারা আমরা মহান স্রষ্টার গুণকীর্তন করি ও তার মহাত্মকে উপলব্ধি করি

গ) আমরা কেন আল্লাহর কাছে শক্তি করুণা প্রার্থনা করি ?
উত্তরঃ বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফা রচিত প্রার্থনা একটি ভক্তিমূলক কবিতামহান সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করেছেনতিনি অনন্ত অসীমতিনিই হবেন আমাদের বিচার দিনের বিচারকসেই বিচার দিনে তার আনুগত্য লাভের প্রত্যাশায় আমরা তার চরণে লুটিয়ে পড়িতার তরে আমরা সকল শক্তি বিলিয়ে দিই, তাঁর করুণা লাভের আশায়
আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সহজ, সরল, সঠিক ও পূণ্যের পথে পরিচালিত করেনতার প্রিয়ভাজনেরা যে পথে চলে গেছেন, আমরাও যেন সেই পথে চলতে পারিতাই আমরা স্রষ্টার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি

ঘ) আমরা কোন পথে চলতে চাইনা ?
উত্তরঃ বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফা রচিত প্রার্থনা একটি ভক্তিমূলক কবিতাআমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সহজ, সরল, সঠিক ও পূণ্যের পথে পরিচালিত করেনসেই সাথে আমরা আরো প্রার্থনা করি, যে পথ অভিশাপের ও ভুল ভ্রান্তির, যে পথ আল্লাহ পছন্দ করেন না, যে পথে আল্লাহর সন্তুষ্টি নেই সে পথে আমরা চলতে চাই নাকারণ ভুল ও ভ্রান্তপথে কোন শান্তি নেই, তাই সে পথে আমরা চলতে চাইনা
********

No comments:

Post a Comment

Clicky