Breaking

Tuesday, October 25, 2011

স্বদেশ

ক) ¯^‡`k কবিতার সারাংশ/ সারমর্ম লিখ
উত্তরঃ কবি আহসান হাবীব তাঁর Ò¯^‡`kÓ কবিতায় বাংলাদেশকে একটি ছবির সাথে তুলনা করেছেনআমাদের প্রিয় বাংলাদেশ যেন নিপুন শিল্পীর তুলিতে আঁকা একটি ছবিএর অপরূপ সৌন্দর্য্যে কবি মুগ্ধকবির হৃদয়ে গাঁথা রয়েছে গ্রাম বাংলার অপরূপ ছবিপ্রিয় ¯^‡`k কবির কাছে খুবই আপন চিরচেনাএদেশের গ্রাম বাংলার ছবি এঁকেছেন কবি আপন মনে কল্পনার তুলিতেনদী মাতৃক এদেশের নদীতে চলে জোয়ার ভাটার খেলাসারি সারি নৌকা ঢেউয়ের তালে তালে চলেনদীর তীরে অন্তরঙ্গ পরিবেশে কবি মুগ্ধচোখে চেয়ে দেখেছেন এ অপরূপ দৃশ্যমনে মনে এঁকেছেন নানা ছবিজারুল গাছে হলুদ পাখি, মাঠের পর মাঠ, বাগান বাড়ি, সবকিছুই এঁকেছেন কবি আপন মনেনানান কাজে নানান পেশার মানুষ, হাটের মানুষ, মাঠের মানুষ, তাঁদের নানান রকম বেশ, দেশের মাটি সবকিছুই কবির কল্পনার তুলিতে চিত্রিত হয়ে উঠেছেপ্রিয় মাতৃভূমিকে কবি অন্তর দিয়ে ভালবেসেছেন

খ) ¯^‡`k কবিতার কোন ছবিটি খুব চেনা
উত্তরঃ কবি আহসান হাবীব তাঁর Ò¯^‡`kÓ কবিতায় বাংলাদেশকে একটি ছবির সাথে তুলনা করেছেনএখানে দেশের নদী, নদীর জোয়ার ভাটা, নদীর তীরের দৃশ্য, নদীর কলকল ধ্বনি, সারি সারি নৌকা, জারুল গাছ, জারুল গাছে বসা দুটি হলুদ পাখি, মাঠের পর মাঠ, নানান বেশে নানান পেশার মানুষ, হাটের মানুষ, মাঠের মানুষ, ঘাটের মানুষ, সারাদেশের সব ছেলেমেয়েদের টুকটুকে মুখ, দেশের মাটি, বাগান, পাখ-পাখালী প্রভৃতি মিলে বাংলাদেশের নিত্যদিনের ছবি কবির মানসপটে ধরা পড়েছেতাই ছবিটি কবির খুব চেনা

গ) মনের মধ্যে আঁকা ছবির একপাশে কি আছে ?
উত্তরঃ কবি আহসান হাবীব বিরচিত ¯^‡`k নামক কবিতায় মনের মধ্যে আঁকা ছবি আমদের এই প্রিয় বাংলাদেশ শিল্পীর তুলিতে আঁকা ছবির মতকল্পনার এক পাশে জারুল গাছে দুটি হলুদ পাখি আছেকবির ভাষায়,
একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি

ঘ) কোন ছবিটি দেখে ছেলেটির সারাদিন কাটে ?
উত্তরঃ আমাদের জন্মভূমি ¯^‡`k, অপরূপ সাজে সজ্জিত একখানি ছবির মতএখানে মাঠের পর মাঠে সবুজের সমারোহের শেষ নেইএখানে নানা পেশায় নিয়োজিত মানুষ, তাদের নিজ নিজ কাজে সর্বদা ব্যস্ত থাকেএখানকার বেশও নানা রকমমাঠের মানুষ মাঠে যায় এবং হাটের মানুষ হাটে যায়বাংলা মায়ের এই মনোরম ছবিখানি দেখে ছেলেটির সারাদিন কেটে যায়

ঙ) ছেলেটি মনে মনে কি কি আঁকতে পারে ?
উত্তরঃ আমাদের প্রিয় জন্মভূমি নিপুন শিল্পীর তুলিতে আঁকা একটি ছবিএর অপরূপ সৌন্দর্য্যে কবি মুগ্ধচিরচেনা এ ¯^‡`‡ki ভালবাসার শিল্পী ছেলেটি এ দেশের সব ছবি আঁকতে পারেনদীর জোয়ার ভাটা, নদীর তীরের দৃশ্য, নদীর কলকল ধ্বনি, সারি সারি নৌকা, জারুল গাছ, জারুল গাছে বসা দু টি হলুদ পাখি, মাঠের পর মাঠ, বাগান বাড়ি, পাখ-পাখালী সব কিছুর ছবি ছেলেটি আঁকতে পারেআপন মনে নানান বেশে নানান পেশার মানুষ, হাটের মানুষ, মাঠের মানুষ, ঘাটের মানুষ, দেশের মাটি, দেশের মানুষের নানান বেশ সব কিছুই ছেলেটি আঁকতে পারে ভালবাসা দিয়ে কল্পনার তুলিতে

No comments:

Post a Comment

Clicky