Breaking

Tuesday, October 25, 2011

জানাজানি


ms‡¶‡c DËi `vIt
ক. বাংলাদেশের পাখি মধুর সুরে ডাকে কেন?
উত্তরঃ আসাদ চৌধুরী রচিত জানাজানি কবিতায় বাংলাদেশের পাখির মধুর সুরের কথা বর্ণনা করেছেনবাংলা ভাষার মান রক্ষার জন্য বাঙালীরা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেনযা পৃথিবীর ইতিহাসে বিরলপাখির কিচিরমিচির শব্দে ভোরবেলা আমাদের ঘুম ভাঙেপাখির এই ডাকে আমরা যেন শুনতে পাই আমাদেরই ভাষার জয়গানবাংলা ভাষার মধুর বাণী উচ্চরিত হয় পাখির কন্ঠেএই ভাষার সম্মান রক্ষার জন্যই যে বাঙালী জাতি প্রাণ দিয়েছিলভাষা শহীদদের জীবনের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যই বাংলাদেশের পাখি মধুর সুরে ডাকে

খ. পাখির ডাকের মধ্যে আমরা কী শুনতে পাই?
উত্তরঃ আসাদ চৌধুরী রচিত জানাজানি কবিতায় পাখির কন্ঠে বাংলা ভাষার গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বরকত, সালাম, রফিক, জব্বার, শফিকসহ অনেকে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেনতাঁরা ভাষার জন্য শহীদ হয়েছেনতাদের আত্নত্যাগ সার্থক হয়েছেপাখি যখন ডাকে তখন তাঁদের কথারই প্রতিধ্বনি যেন ভেসে আসেপাখির কিচিরমিচির শব্দে ভোরবেলায় আমাদের ঘুম ভাঙেপাখির এই মধুর কন্ঠে আমরা যেন শুনতে পাই আমাদেরই ভাষার জয়গান

গ. বাংলাদেশের আকাশ কপালে টিপ আঁকে কেন?
উত্তরঃ বাংলার আকাশ যেমন প্রশস্ত তেমনি উদারবাংলার মানুষের হৃদয়ও তেমনি উদারভাষার মান রক্ষার জন্য বাঙালীরা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন১৫৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বরকত, সালাম, রফিক, জব্বার, শফিউলসহ অনেকে বাংলাভাষার জন্য জীবন উৎসর্গ করেছেনবাংলার আকাশ যখন লাল সূর্যের আভা ছড়িয়ে দেয় তখন সূর্যটিকে মনে হয় ভাষা শহীদদের টিপএদেশের প্রকৃতিও ভাষা শহীদদের রক্তের সম্মান দেখানোর জন্য ব্যাকুলতাই উদার আকাশের লাল সূর্যটিকে মনে হয় বাংলাদেশের আকাশ কপালে টিপ এঁকেছে রক্তের রঙিন আভায়

বিষযবস্তুঃ কবি ও শিশু সাহিত্যিক আসাদ চৌধুরী তাঁর জানাজানি কবিতায় বাংলা ভাষার মান রক্ষার জন্য এদেশের ভাষা প্রেমিকেরা তাদের জীবন দিয়েছেন তা বাংলার প্রকৃতির কাছেও চির ভাস্মর হয়ে আছে, সেই দিকটি সুন্দর ভাবে তুলে ধরেছেন১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বরকত, সালাম, রফিক, জব্বার, শফিউল সহ অনেকেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেনযা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনাবাঙালি জাতি ভাষার মান রক্ষার জন্য প্রাণ দিয়েছেন তা এদেশের পাখিরা মনে প্রাণে উপলদ্ধি করতে পারেএদেশের পাখিরা মধুর সুরে ডাকেসেই সু-মধুর ডাকে ভোরবেলায় আমাদের ঘুম ভাঙেপাখির এই ডাকে আমরা যেন শুনতে পাই আমাদেরই ভাষার জয়গানভোর শেষ হতেই আকাশে রক্তিম আভা নিয়ে সূর্য উদয় হয়বাংলার আকাশ যখন লাল হয় তখন মনে হয় শহীদদের রক্তের টিপ পরে আছেবাংলার আকাশ যেমন প্রশস্ত তেমনি উদারবাংলার মানুষের হৃদয়ও আকাশের মত উদারএই উদার আকাশ বাঙালির প্রাণের ভাষা বুঝতে পারেতাই উদার আকাশ ইশারায় প্রাণের ডাক দিয়ে যায়।  এই উদার আকাশে যখন লাল সূর্যের আভা ছড়িয়ে পড়ে তখন মনে হয় টিপ পড়ে আছে এই আকাশপাখি, আকাশ, প্রকৃতি সবই যেন ভাষার সম্মান রক্ষার জন্য ব্যাকুল হয়ে আছেভাষা শহীদদের লালিত ¯^cœ‡K ¯^v_©K রূপদান করার জন্যই যেন পাখি তার সুমধুর গান এবং আকাশ কপালে রক্তের টিপ পরে আছে

No comments:

Post a Comment

Clicky