Breaking

Tuesday, February 26, 2019

Model Test on Class- One Bangla 1st Paper

Model Test on Class- One Bangla 1st Paper


১। সঠিক উত্তরটি খাতায় লিখ।
ক) আমরা খাওয়ার আগে ও পরে- খেলি / পড়ি / হাত ধুই / ঘুমাই।
খ) আমরা পড়ার সময়- খেলি / হাত ধুই / ঘুমাই / পড়ি।
গ) আতা গাছে- ডালিম / বউ / তোতা পাখি / মউ।
ঘ) ইতল বিতল- ব্যাঙের ছাতা / গাছের পাতা / ব্যাঙের মাথা।
ঙ) ঈগল ওড়ে- ঊর্মি দোলে / ঈশান কোণে / সাগর কোলে।
চ) ঊর্মি দোলে- নদীর কূলে / পুকুর পাড়ে / সাগর কোলে।
ছ) ও এর পরের বর্ণটি- এ / ঐ / অ / ঔ।
জ) কলসির ভিতরে- নুড়ি ফেলল / মাটি ফেলল।
ঝ) চড়বে সোনার- পায়রা / টায়রা / পালকি।
ঞ) জবার রং- লাল / কমলা/ হলুদ/ নীল।
ট) দাদী কী খুঁজে পাচ্ছিল না- সুঁচ / সুতো/ চশমা।
ঠ) দ এর পরের বর্ণটি - ণ / ধ / ত / ল।
ড) পিঁপড়ে শিকারীর পায়ে- কামড় দিল / খামচি দিল / সুড়সুড়ি দিল।
ঢ) পায়রা যায়- বাড়ির পাশে / ঘরের কোণে।
ণ) বাক বাকুম - পায়রা / টায়রা / বকুল।
ত) ভালুক- গান গায় / ছবি আঁকে / নাচে।
থ) মাঠের ওপারে ঘন- খাবার / বন / পানি / নুড়ি।
দ)  মিঞা ডাকে- রোদে ঘেমে/ বৃষ্টিতে ভিজে/ জলে নেমে / ঝড়ে পড়ে।
ধ)    মাছি- ভনভন / ঝনঝন / কলকল / ঝমঝম।
ন)    রুবির ভাই- বনি /  রনি / অমি / অভি।
প)    ষাড় আসে- নদীর কূলে / নদীর বাঁকে / নদীর জলে।

২। শব্দার্থ লিখঃ
অজ, অলি, অনল, উষা, উৎসব, ঊর্মি, ঋষি, ঐরাবত, ওল, কূল, গীত, চরণ, টায়রা, ঢুলি, ঢাক, তবলা, তৃণ, নুড়ি, নাও, নীড়, নৈশ, পাঠশালা, পায়রা, বায়ূ, বৃষ, ভূষণ, মগডাল, মৃগ, শিকারি, শশী, হলদে।

৩। বাক্য রচনা লিখঃ
অজ, ইলিশ, ঊর্মি, ঋষি, একতারা, সহপাঠী, ওড়না, ওল, ঔষধ, কলসি, চক, চশমা, ছবি, ঝড়, টগর, ডালিম, ঢাক, দই, ধান, নদী, নুড়ি, পিপাসা, বই, বৃষ্টি, বাইচ, ভোর।

৪। শুণ্যস্থান পূরণ করঃ
ক) আমরা সবাই ---------------।
খ) আমরা --------------- আগে ও পরে হাত ধুই।
গ) আমি হব একদিন --------------- কবি।
ঘ) আমি প্রতিদিন --------------- যাই।
ঙ) বায়ু -----------  ------------।
চ) ঈগল ওড়ে --------------- কোণে।
ছ) ডালিম গাছের ------------।
জ) ঊর্মি দোলে ------------ কোলে।
ঝ) নদীতে ছিল ------------।
ঞ) ঔষধ খাও ------------ হও।
ট) কলমি ফুলের রঙ ------------।
ঠ) নদীর ------------ নাও চলে।
ড) পাতা নড়ে ------------ পড়ে।
ঢ) পিপড়ের খুব ------------ পেল।
ণ) পুরো বাগান ------------ ওঠে।
ত) পুব আকাশে ------------ ওঠে।
থ) ফ এর পরের বর্ণ ------------।
দ) বৃষ্টি পড়ে --------- ----------।
ধ) বাগানের চারপাশে ------------।
ন) মাঠ জুড়ে ------------ খেত।
প) উড়তে উড়তে তার খুব ------------ পেল।
ফ) শৃগাল বড় ------------।
ব) স্বরবর্ণ মোট ------------।
ভ) ------------ চলে চরণ ফেলে।

৫। এলোমেলো বাক্য সাজিয়ে শুদ্ধ করে লিখঃ
ক) আতা পাখি গাছে তোতা।
খ) একতারা সাজে ঐরাবত বাজে।
গ) কাজে বনবন ঘোরে ঠণঠণ।
ঘ) কলম পড়ি খবর ধরি।
ঙ) কেঁপে হাত গেল শিকারির।
চ) গাছের ঘাস তলায় সবুজ।
ছ) ঘ্যাঙ ঘ্যাঙ ব্যাঙ ডাকে।
জ) জল থাকে ঝড় নামে।
ঝ) ডাব বাজাই ঢাক খাই।
ঞ) দোলে ময়না মগ ডালে।
ট) নাও জলে নদীর চলে।
ঠ) বেড়া চার পাশে বাগানের।
ড) ভাঙে ছাতা বৃষ্টি পড়ে।
ঢ) মউ গাছে ডালিম।

৬। এক কথায় উত্তর দাও।
ক) আকাশ কেমন?
খ) উৎসব মাঝে কী সাজে?
গ) কাক কিসের খোজে বনে যেতে চাইল?
ঘ) কাক কলসির ভিতর কি ফেলতে লাগল?
ঙ) কলমি ফলের রং কী?
চ) কী বাজাই?
ছ) কী সাজাই?
জ) কাকের মাথায় কী এল?
ঝ) কী সাজে?
ঞ) কাক খুশি মনে কী ঝাড়া দিল?
ট) গাঁদা ফুলের রং কী?
ঠ) চরণ ফেলে কোথায় যাই?
ড) ডোবায় ডুবে কার মাথা?
ঢ) ডালিম গাছে কী?
ণ) নদীর জলে কী চলে?
ত) পানি কলসির কোথায় ছিল?
থ) বৃষ্টি পড়ে কী ভাঙে?
দ) বাক বাকুম করে কী ডাকে?
ধ) মাঠের ওপারে কী?
ন) শুভর দাদি কী করবেন?

৭। সাধারণ প্রশ্নোত্তর লিখঃ
ক) সহপাঠী কারা?
খ) আমরা খাওয়ার আগে ও পরে কী করি?
গ) আমরা বাড়ির কাজে কী করি?
ঘ) কাক খাবারের খোঁজে কোথায় যেতে চাইল?
ঙ) কাক কীভাবে পিপাসা মিটালো?
চ) “ইতল বিতল” ছড়াটি কে লিখেছেন? এ ছড়ায় গাছের তলায় কী আছে?
ছ) “হনহন পনপন” কবিতাটি কে লিখেছেন? কাশির শব্দ কেমন?
জ) শুভর দাদি কী করবেন?
ঝ) রুবির বাগানে কী কী ফুলের গাছ আছে?
ঞ) কারা বাগানে কাজ করে?
ট) গাছের তলায় কী আছে? তার ওপর কী ঝড় পড়ে?
ঠ) পিঁপড়ে ও ঘুঘু গল্পে কার পিপাসা পেল?

৮। রচনা লিখঃ
ক) নিজ গ্রাম
খ) আমাদের জতীয় ফল
গ) আমার মা
৯। সাধারণ জ্ঞানঃ
ক) বাংলা পাঠ্যবইয়ের নাম লিখ।
খ) বাংলা স্বরবর্ণ কয়টি? উদাহরণ দাও।
গ) ব্যঞ্জনবর্ণ কয়টি? উদাহরণ দাও।
ঘ) মাত্রাহীন বর্ণ কয়টি ও কী কী?
ঙ) পূর্ণমাত্রার বর্ণ কয়টি? উদাহরণ দাও।
চ) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি ও কী কী?
ছ) কার কাকে বলে? উদাহরণ দাও।
জ) ফলা কাকে বলে? উদাহরণ দাও।
ঝ) দিক কয়টি ও কী কী?

১০। অশুদ্ধ বানান শুদ্ধ করঃ
ইলিস, ঝারা, ঠোট, ঠোংগা, নুর, নোকা, নুপুর, পরল, পিপাষা, পানী, পৃথিবী, পিপড়ে, প্রান, পালকী, ফষর, বুদ্দি, বৃস্টি, ব্যঙ, ভালকূ, ভূশন, শরির, শিকারী, শিত, সিউলী, ষাড়, সূর্য।

১১। কবির নাম সহ কবিতা লিখঃ
ক) আতা গাছে তোতা পাখি
খ) ইতল বিতল
গ) বাকবাকুম পায়রা
ঘ) হনহন পনপন

************************

2 comments:

Clicky