ক) প্রশ্ন: প্রকৃত ধার্মিক ব্যক্তির কোন গুণ থাকা উচিত?
উত্তর: মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের সূচনালগ্নে বাংলা সাহিত্যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব। 'কে?' কবিতায় তিনি প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে প্রকৃত ধার্মিক ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন। স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি যাঁর অসীম দয়া ও সহানুভূতি রয়েছে তিনিই প্রকৃত ধার্মিক। প্রকৃত ধার্মিক ব্যক্তির যেসব গুণ থাকা উচিত তা হলো: স্রষ্টার প্রতি আনুগত্য, স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি সমান দয়া ও সহানুভূতি, ধৈর্যশীল ও সর্বজীবে সেবা প্রদানের মনোবৃত্তি।
খ) প্রশ্ন: প্রকৃত সুখী মানুষ কে?
উত্তর: মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের সূচনালগ্নে বাংলা সাহিত্যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব। 'কে?' কবিতায় তিনি প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে প্রকৃত সুখী ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন। তিনিই প্রকৃত সুখী, যাঁর কোনো রোগ নেই। প্রচুর ধন-সম্পদের মালিক হয়েও অনেকে সুখী জীবনযাপন করতে পারেন না। আবার স্বল্প সম্পদে সন্তুষ্টচিত্তে যে ব্যক্তি সব সময় রোগমুক্ত জীবনযাপন করে থাকেন, সুখ তাঁর জীবনে আশীর্বাদ হয়ে আসে। কাজেই রোগমুক্ত বা নীরোগ ব্যক্তিই প্রকৃত সুখী মানুষ।
গ) প্রশ্ন: হিতাহিত বোধ আছে এমন ব্যক্তি কে?
উত্তর: মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের সূচনালগ্নে বাংলা সাহিত্যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব। 'কে?' কবিতায় তিনি প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে প্রকৃত ধার্মিক, সুখী, বিজ্ঞ, ধীর, সাধু, জ্ঞানী প্রমুখের পরিচয় লিপিবদ্ধ করেছেন। ‘হিতাহিত’ শব্দটির অর্থ কল্যাণ ও অকল্যাণ। ‘হিত’ শব্দের অর্থ কল্যাণ। ‘অহিত’ অর্থ অকল্যাণ। আর বোধ শব্দটির অর্থ হলো বোঝার ক্ষমতা। হিতাহিত বোধ বলতে আমরা বুঝি কল্যাণ ও অকল্যাণ বোঝার ক্ষমতা। কাজেই যে ব্যক্তির ভালো-মন্দ বোধ আছে, যিনি কল্যাণ ও অকল্যাণ বুঝে কাজ করে থাকেন, তিনিই হিতাহিত বোধসম্পন্ন ব্যক্তি। হিতাহিত বোধসম্পন্ন ব্যক্তি সমাজে বিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত।
ঘ) প্রশ্ন: সাধু ও মূর্খ ব্যক্তির মধ্যে পার্থক্য কী?
উত্তর: মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের সূচনালগ্নে বাংলা সাহিত্যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব। 'কে?' কবিতায় তিনি প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে প্রকৃত ধার্মিক, সুখী, বিজ্ঞ, ধীর, সাধু, জ্ঞানী প্রমুখের পরিচয় লিপিবদ্ধ করেছেন। সাধু ও মূর্খ ব্যক্তির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সাধু বলতে আমরা সেই ব্যক্তিকে বুঝে থাকি যিনি পরের ভালো করে থাকেন, পরের কারণে স্বার্থ বলি দেন। সব সময় অপরের বিপদে-আপদে সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করেন। পরোপকারে সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। অপরদিকে মূর্খ বলতে আমরা সেই ব্যক্তিকে বুঝে থাকি, যিনি নিতান্ত বোকা, যাঁর বোধশক্তি নেই, নিজের ভালো-মন্দ বোঝেন না, নিজের ক্ষতি নিজেই করেন। সাধু হলেন সৎ ও ধার্মিক ব্যক্তি। আর মূর্খ হলেন নিতান্ত বোকা ও নির্বোধ ব্যক্তি।
ঙ) প্রশ্ন: জ্ঞানী ব্যক্তি কে?
উত্তর: মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের সূচনালগ্নে বাংলা সাহিত্যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব। 'কে?' কবিতায় তিনি প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে প্রকৃত ধার্মিক, সুখী, বিজ্ঞ, ধীর, সাধু, জ্ঞানী প্রমুখের পরিচয় লিপিবদ্ধ করেছেন। নিজের সম্পর্কে যাঁর ভালো-মন্দ জ্ঞান আছে, যাঁর ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে, তাঁকেই জ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়। সৃষ্টিশীল কাজে নিয়োজিত থেকে যে ব্যক্তি সুশীল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এবং স্বীয় কর্ম বৈশিষ্ট্যে সচেতন থেকে, মানবকল্যাণে নিবেদিত থেকে, ভালো-মন্দ মূল্যায়নের ক্ষমতা রাখেন, এ জগতে তিনিই জ্ঞানী ব্যক্তি।
Thursday, April 26, 2012
কবিতাঃ কে?
Tags
# Bangla
# Class Five

About Salahuddin
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
HSC College Admission - 2019-2020May 10, 2019
Model Test on Class- One Bangla 1st PaperFeb 26, 2019
Tags:
Bangla,
Class Five,
পড়াশোনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment